জার্মানি-কাতার সফরে দেশ ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান

জার্মানি-কাতার সফরে দেশ ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান

কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল রোববার (২০ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

মহড়াটি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে। কাতার সফরকালে নৌপ্রধান দেশটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নেবেন। এছাড়া তিনি দেশটির নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। কাতার সফর শেষে নৌবাহিনী প্রধান জার্মান নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফর করবেন। সফরকালে তিনি জার্মানি নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ সময় দুই দেশের নৌপ্রধানরা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট (এমপিএ) এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। সফর শেষে নৌপ্রধানের আগামী ৩১ মার্চ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।