জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে আটকের অভিযোগ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে আটকের অভিযোগ

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ। এমন অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডা. শফিকুর রহমানকে নিয়ে যায় ডিবি পুলিশ।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ১৩ ডিসেম্বর এক বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

এদিকে, এ অভিযোগের বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা করা হলে তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। একটি সূত্রে জানা গেছে, আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে জামায়াতের আমিরকে।

এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।