ছাত্রলীগের পদ পেতে দিতে হয়েছে লিখিত পরীক্ষা

ছাত্রলীগের পদ পেতে দিতে হয়েছে লিখিত পরীক্ষা

রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান বলেন, ‘ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। রংপুর জেলার সব ইউনিটে আমরা এভাবেই পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।’

পরীক্ষা শেষে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। এ জন্য “কারাগারের রোজনামচা” ও “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ওপর প্রশ্ন করে আমরা পরীক্ষা নিয়েছি। যাঁরা ভালো ফলাফল করবে, তাঁদের হাতে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেওয়া হবে। ২-১ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছিল এক যুগ আগে। তবে এরপর কোন্দলের কারণে আর কমিটি গঠন করা সম্ভব হয়নি। অনেকেই পদ চায় কিন্তু সবাইকে পদ দেওয়া সম্ভব হয় না। তাই পদপ্রত্যাশীদের কৌশলে পরীক্ষা নিয়ে ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে। এতে বাদ পড়া নেতারা হট্টগোল করার সুযোগ পাবে না।