চাঁদপুরে বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। এর মধ্যে এই অভিযানের চতুর্থ দিনে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করে। এসময় অভিযানে নৌ-পুলিশের টহল দল থেকে দ্রুত গা ঢাকা দেয় নদীতে মাছ ধরারত জেলেরা। এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চল প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, শহরের পুরানবাজার থেকে দক্ষিণের হাইমচরের চরভৈরবী পর্যন্ত চারটি ফাঁড়ি এবং একটি থানার অর্ধশত পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়। অন্যদিকে, কোস্টগার্ডের আলাদা অভিযানে এক জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে একবছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন চৌধুরী। এছাড়া এই অভিযানে আরো ১০ লাখ মিটার জাল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেদের পরে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।সবমিলিয়ে চাঁদপুরে এই পর্যন্ত ৩৪ লাখ মিটার জাল, ইঞ্জিনচালিত মাছ ধরার দুটি নৌকা এবং প্রায় একশ কেজি ইলিশ জব্দ এবং ১৫ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।  গত ৪ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের ৬টি অভয়াশ্রমে ইলিশ রক্ষায় সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় বিক্রয়, পরিবহন এবং মজুতও নিষিদ্ধ করা হয়েছে।