চট্টগ্রামে এসআই’র বিরুদ্ধে প্রতারণার মামলা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি’র) এসআই তাওহিদুল ইসলামের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগে আদালতে নালিশী মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত তাওহিদুল ইসলাম মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার (পাঁচলাইশ) কার্যালয়ে কর্মরত আছেন।তার বিরুদ্ধে এক কলেজ শিক্ষার্থীকে ভুয়া হলফনামা বানিয়ে বিয়ে ও শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগ এনেছেন নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী। বাদীপক্ষের আইনজীবী রুবেল পাল বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দণ্ডবিধির ৪৯৩ ও ৪২০ ধারায় এসআই তাওহিদুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে এসআই তাওহিদুল ইসলাম বলেন, আমি ছাত্র থাকাকালে অনেক টিউশনি করেছি। তার মধ্যে ওই মেয়েকেও পড়িয়েছি। দীর্ঘদিন তাদের সঙ্গে কোন যোগাযোগও নেই। হঠাৎ আমি পুলিশে চাকরি পাওয়ার পর তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরূদ্ধে মামলা করেছে। তদন্তেই প্রমাণিত হবে আমি নির্দোষ।