গাজীপুরে বিকাশের প্রতারণায় বিকাশ কর্মকর্তা আটক

টাকার বিনিময়ে প্রতারকদের তথ্য দেওয়ার অভিযোগ বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর সিরাজীকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, তানভীর সিরাজী নামের ওই বিকাশ কর্মকর্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০১২ সালে যোগ দেয় বিকাশে। টেরিটরি ম্যানেজার হিসেবে ঢাকা, গাজীপুর সর্বশেষ কিশোরগঞ্জে চাকরি করেছেন।

কয়েক বছর আগে ফরিদপুরে দুই প্রতারক তাকে তথ্য প্রদানের বিনিময়ে টাকার অফার করে। এতে রাজি হয়ে নিয়মিত প্রতারকদের তথ্য সরবরাহ করে আসছিল। তানভীর মূলত নতুন এজেন্টদের তালিকা সরবরাহ করতেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এরপর প্রতারকের দেয়া তালিকা ধরে এজেন্টরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে ওটিপি হাতিয়ে নিয়ে তাদের সর্বস্ব হাতিয়ে নিতে। সম্প্রতি টাঙ্গাইলে এক বিকাশ এজেন্টের সাড়ে চার লাখ টাকা আত্মসাতের মামলা তদন্ত করতে গিয়ে তানভীরের প্রতারণার বিষয়টি সামনে আসে।