কা‌লিহাতী‌তে যাত্রী বাস খাদে

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে যাত্রীবা‌হী বাস খা‌দে প‌ড়ে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ১৫ জন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) ভো‌রে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়‌কের কালিহাতি উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত ছা‌য়েদ আলী খান (৬০) নওগাঁ জেলার পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নুর মোহাম্ম‌দের ছে‌লে।  এদিকে দুর্ঘটনার পর চালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন। বাসযাত্রীরা জানান, বাস‌টি বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে মহাসড়ক দি‌য়ে না গি‌য়ে টাঙ্গালই-ভূয়াপুর আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি স‌ঠিকভা‌বে চালা‌তে চালক‌কে বারবার সতর্ক করছিলেন তারা। কিন্তু তাতে কর্ণপাতা করেননি ছালক। প‌রে কালিহাতি উপজেলার যদুরপাড়া এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বাসচালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালা‌চ্ছিলেন বলেও অভিযোগ করেন যাত্রীরা।টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপ সহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে বা‌সের ভেতরে থাকা একজ‌নের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার কের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।