কলকাতাকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বেঙ্গালুরু

কলকাতাকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল বেঙ্গালুরু

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নামলেও শুরুতেই টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে চাপে পড়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মিডল অর্ডারের ব্যাটাররা চাপ সামলে দলকে লড়াইয়ে ফেরান। বোলার-ব্যাটারদের লড়াইয়ে শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারদের ৩ উইকেট হারিয়ে আসরে প্রথম জয় তুলে নেয় ডু প্লেসির দল ।

বুধবার (৩০ মার্চ) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীনেশ কার্তিক ৭ বলে ১৪ ও হার্শাল প্যাটেল ৬ বল মোকাবেলা করে ১০ রানে অপরাজিত থাকেন।

নাইট রাইডার্সের হয়ে টিম সাউদি ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। উমেশ যাদভ তার পূর্ণ স্পেল শেষ করেছেন ১৬ রান খরচায় ২ উইকেট শিকারের মাধ্যমে।

এর আগে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। ভেঙ্কাটেস আইয়ার ১০, আজিঙ্কা রাহানে ৯, নিতিশ রানা ১০, শ্রেয়াস আইয়ার ১৩, সুনীল নারিন ১২ রান করে আউট হন। শেলডন জ্যাকসন নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি।

দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আন্দ্রে রাসেল। শেষদিকে উমেশ যাদবের কল্যাণে ১২৮ করতে সক্ষম হয় কলকাতা। যাদব ১২ বলে করেন ১৮ রান। বাকিদের মধ্যে স্যাম বিলিংস ১৪ ও বরুন চক্রবর্তী ১০ রান করেন। বেঙ্গালুরুর হয়ে ২০ রান খরচায় ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আকাশ দীপ পান তিন উইকেট। দুটি উইকেট পান হার্শাল প্যাটেল।