করোনায় মৃত্যু ছাড়ালো ৫৯ লাখ

করোনায় মৃত্যু ছাড়ালো ৫৯ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। ফলে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জনে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়াতে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ৭৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৭২০ জন শনাক্ত এবং মারা গেছেন তিন লাখ ৪৪ হাজার ৭৫৫ জন।