করোনা নেগেটিভ হয়ে আবারও দলে ফিরছেন অ্যালেন

ইংল্যান্ড থেকে ‘দ্য হান্ড্রেড’ খেলে সরাসরি বাংলাদেশে এসেই করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন। এরপর তাকে পাঠানো হয় আইসোলেশনে। তাকে ছাড়াই গতকাল প্রথম টি-টোয়ন্টিতে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। অতঃপর আজ বৃহস্পতিবার এলো সুখবর। অ্যালেন করোনা নেগেটিভ হয়েছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ২২ বছর বয়সী এই ওপেনার পরপর দুই দিন কোভিড নেগেটিভ হওয়ায় সতীর্থদের সঙ্গে সুরক্ষা-বলয়ে যোগ দিয়েছেন। অ্যালেন ঝড়ো ব্যাটিংয়ের জন্য খ্যাত। টপ অর্ডারে দলকে ঝড়ো শুরু এনে দেওয়ার দায়িত্ব তার কাঁধে। আগামীকাল দ্বিতীয় ম্যাচের আগে অ্যালেনকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল। কিউই বোর্ডের পাঠানো ভিডিওবার্তায় পকন্যাল বলেছেন, ‘আমাদের জন্য দারুণ খবর। সে আগ্রাসী ব্যাটসম্যান এবং ক্রিকেটবিশ্ব সেটা জানে। এই কন্ডিশনে তাকে পেলে আমাদের ব্যাটিং লাইন আপে অনেক বারুদ যোগ হবে। সে আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ। আশা করি, দ্রুতই আমরা তাকে পাব। প্রশ্নটা স্রেফ হলো, কখন তাকে পাব? স্রেফ তার শারিরীক অবস্থা বুঝে ম্যাচে খেলানো হবে।’