ওমান যাবেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচে দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলছেন সাকিব আল হাসান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিযান শেষে সড়ক পথে রাতেই ওমানের উদ্দেশে রওনা হবেন সাকিব। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক অধিনায়ক সুমন জানান, সাকিব সড়কপথে আসবে, ফ্লাইটে এনে ঝুঁকি নেওয়া হবে না। আইপিএলে সে বাবলে ছিল, সেখান থেকেই সরাসরি আরেকটি বাবলে আসবে; যেহেতু ওর কোয়ারেন্টিনের কোনো ব্যাপার থাকবে না। সাংবাদিকদের সঙ্গে আলাপে সুমন বলেন, রাতে খেলার পরই হয়তো ও রওনা দেবে, কিংবা সকালেও দিতে পারে। আইসিসি ও ফ্র্যাঞ্চাইজি এটা দেখছে। শনিবারই নিশ্চিতভাবে দলের সঙ্গে থাকবে। বিকালে দলের সঙ্গে অনুশীলন করবে কিনা তা ঠিক নিশ্চিত নয়। খেলার মধ্যে যেহেতু আছে, প্র্যাকটিসে নাও যেতে পারে। তবে ওর সমস্যা হবে না। সড়কপথে দুবাই থেকে ওমানের মাসকাট যেতে সময় লাগে সাধারণত চার থেকে সাড়ে চার ঘণ্টা। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের।