গ্রেফতার ই-অরেঞ্জের চিফ অফিসার

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, আমানউল্লাহ ওই মামলার তিন নম্বর আসামি। গতকাল বুধবার রাতে গুলশান এলাকা থেকে থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, এক হাজার ১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (১৭ আগস্ট) ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মো. তাহেরুল ইসলাম। আসামিরা হলেন- সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান, আমানউল্লাহ, বিথী আক্তার, কাওসার ও ই-অরেঞ্জের সব মালিক। তবে প্রতিষ্ঠানটিতে কতজন মালিক রয়েছেন তা উল্লেখ করা হয়নি মামলায়। এ মামলার প্রধান আসামি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান মঙ্গলবার জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন। এদিকে বুধবার এই মামলায় সোনিয়াসহ পাঁচ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।