ইসরাইলি হামলায় আহত ৪০ ফিলিস্তিনি

ইসরাইলি হামলায় আহত ৪০ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে এক শিশুসহ ৩ ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *