আবারও কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবার ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্টসংলগ্ন ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখা যায়।

পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে ডলফিনটি উদ্ধার করে। ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, দুই দিনে কুয়াকাটা সৈকতে ২টি মৃত শুশুক ও ১টি ইরাবতী ডলফিন ভেসে আসল। এর আগেও সমুদ্রসৈকতে ২০টির মতো ডলফিন ভেসে এসেছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এ বিষয়ে এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত। ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। চলতি মাসেই ১১টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে ডলফিন উদ্ধারের খবর পেয়েছি। মৃত্যুর কারণ বের করতে মৎস্য ও বন বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিন দুটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।