আত্রাই নদীর পানির বিপৎসীমা অতিক্রম

আত্রাই নদীর পানির বিপৎসীমা অতিক্রম

উজানের ঢলে দিনাজপুরে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে নদনদীর পানি। ইতোমধ্যে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর পানি। নদীর পানি উপচে প্লাবিত হয়েছে লোকালয়। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের গ্যাজ রিডার মাহাবুব আলম জানান, দিনাজপুরের আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৫০ মিটার। কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টায় এই নদী প্রবাহিত হয় ৪০ দশমিক ১৯ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি। এ ছাড়া পু্নর্ভবাসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও অস্বাভাবিক হারে বাড়ছে এসব নদীর পানি। এদিকে বিপৎসীমা অতিক্রম করায় নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। ফলে নদী অঞ্চলের বেশ কিছু এলাকার প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে। প্লাবিত এলাকার মানুষ বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে।

উল্লেখ্য, দিনাজপুরের উত্তরে অবস্থিত জেলা পঞ্চগড়ে গত মঙ্গলবার ও বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। সেখানে ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ওই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। পাহাড়ী ঢল ও উজানে ভারী বর্ষণের ফলে দিনাজপুরের নদনদীর পানি বাড়ছে এবং এই বন্যার সৃষ্টি হয়েছে।