আগস্ট-সেপ্টেম্বরে আসছে সোয়া কোটি টিকা

আগস্ট-সেপ্টেম্বরে আসছে সোয়া কোটি টিকা

চলতি মাসে আরও ৪৪ লাখ করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

টিকার সবশেষ পরিস্থিতি জানাতে গিয়ে তিনি বলেন, কোভ্যাক্সে ৪৪ লাখ টিকা পাওয়া এ মাসে। এছাড়া ফাইজারের ৬০ লাখ টিকা আসবে সেপ্টেম্বরের শুরুতে। ৭৪ মিলিয়ন সিনোফার্মের টিকার ১৫ লাখ টিকার টাকা এরই মধ্যে পরিশোধ হয়েছে। ভারতের পরিস্থিতি স্থিতি হলে তারাও তাদের কথা রাখবে বলে আশ্বাস দেন মন্ত্রী। তবে যেহেতু টিকা মজুদ রাখা একটি বড় কর্মযজ্ঞ তাই ধাপে ধাপে সেগুলো আনা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, মহামারি করোনা করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।