মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা, আটক শতাধিক

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের  চেষ্টা, আটক শতাধিক

অবৈধভাবে মালয়েশিয়ার তীরে ওঠার চেষ্টাকালে শিশুসহ ১০০ রোহিঙ্গা ও বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স।

স্থানীয় সময় শনিবার (৩০ এপ্রিল) সকালে পেরাক রাজ্যের কুয়ালাগুলা স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বহনকারী ট্রলারটি ওই এলাকার বালির কেল্লায় আটকে পড়ার পর সকাল ১০টায় তাদের সবাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গারা মিয়ানমার নাকি বাংলাদেশ থেকে সাগর পাড়ি দিচ্ছে তা স্পষ্ট নয়। তিন বছর আগে মিয়ানমারে সেনাবাহিনীর নির্মম নিপীড়নের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা।  গ্রেফতারকৃতদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে কুয়ালা কুরাউইয়ের মেরিন পুলিশ ফোর্স জেটিতে সবাইকে রাখা হয়েছে। অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।