১০ দফা দাবিতে আগামী ১৩ মে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি

১০ দফা দাবিতে আগামী ১৩ মে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার (১৩ মে) বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ হবে।

বুধবার (১০ মে) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে সমাবেশ হবে। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি।

রিজভী আরও বলেন, এই সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে একযোগে মাঠে নামাটা এখন নাগরিক কর্তব্য। দলমত-পেশা নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published.