একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায় এবং দেশি পেঁয়াজ ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।
অন্যদিকে দেশীয় কাঁচামরিচ কেজিপ্রতি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সরবরাহ বাড়াতেই কমতে শুরু করেছে দাম। বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আব্দুল কাহের মন্ডল জানান, দেশের বাজারে সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি। এর মাঝে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে অন্য জিনিসপত্রের দাম যদি কমে তাহলে আমাদের সাধারণ জনগণের অনেক সুবিধা হবে। পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আরও দাম কমতে পারে বলেও জানান তিনি। কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন জানান, কিছুদিন পূর্বে কাঁচামরিচের আবাদ নষ্ট হয়েছিল। যার জন্য উৎপাদন ব্যাহত হয়েছিল। তবে এখন মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। সেইসঙ্গে বাজারে সররবাহ বেড়েছে। যার ফলে কমতে শুরু করেছে দাম।