বিএনপির হারিকেন নিয়ে রাজনীতি করা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বিএনপি সংকটকে ফায়দা করে ক্ষমতায় আসতে চায়।
শনিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পল্লবী থানার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দেশে লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ওই বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা হারিকেন নিয়ে যোগ দেন।
দেশে সংকট তৈরি হয়েছে বলে বিএনপি প্রতিদিন মিথ্যাচার করছে দাবি করে নাছিম বলেন, দেশে কোনো ধরনের সংকট নেই।
মিথ্যাচার বন্ধ না করলে রাজনীতি থেকে চিরতরে বিদায় করার হুমকিও দেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, কোনো ধরনের সংকটকে পুঁজি করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই বিএনপি সরকার উৎখাতের হুমকি দিচ্ছে।
বাংলাদেশ দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশে এখনো পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। বিদ্যুৎ খাতেও মজুদ আছে। সরকার সাশ্রয়ী নীতি অবলম্বন করতেই লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।