সোনামসজিদে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

সোনামসজিদে  ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র ঈদ-ফিতর উপলক্ষে পহেলা মে থেকে ৪ মে পর্যন্ত টানা চারদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৫ মে থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ব্যতীত প্রতিদিনই খোলা থাকবে বন্দর কাস্টমস।

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের মোহদীপুর এক্সপোটার্স এসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন অফিস সচিব একরামুল হক পহেলা মে থেকে ৪ মে পর্যন্ত সোনামসজিদে আমদানি-রফতানিকারক গ্রুপের ছুটির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।