কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির দুটি সামুদ্রিক মৃত কচ্ছপ।
মঙ্গলবার দুপুরে কুয়াকাটার ফরেস্ট অফিসসংলগ্ন সৈকত ও গঙ্গামতি সৈকতের বালুচরে কচ্ছপ দুটি আটকা পড়ে। জলপাই রঙের কচ্ছপ দুটি ২-৩ দিন আগে মারা যাওয়ায় শরীরে পচন ধরেছে। এর একটির ওজন ২৫ কেজি, অপরটি ২০ কেজির মতো হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, সৈকতে একের পর এক সামুদ্রিক বিভিন্ন প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ গবেষকরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।