চলতি বছরের জানুয়ারিতে সূর্যমুখী তেল আমদানি ব্যাপক বাড়িয়েছে ভারত। ইতোমধ্যে রেকর্ড ৪ লাখ ৭৩ হাজার টন আমদানি করেছে দেশটি। মাসিক ভিত্তিতে যা প্রায় ৩ গুণ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের শীর্ষ দুই শীর্ষ সূর্যমুখী তেল রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। এই মুহূর্তে মজুত কমাতে চাইছে তারা। শিল্প কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
বিশ্বের সর্ববৃহৎ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। এই মাসে রেকর্ড সূর্যমুখী তেল আমদানি করেছে তারা। এই তেলে উচ্চ ছাড় দিচ্ছে রুশ ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে ভারত। কারণ, প্রতিদ্বন্দ্বী সয়াবিন তেলে সেই ছাড় পাওয়া যাচ্ছে না। দেশটি সূর্যমুখী তেল আমদানি আরও বাড়ালে কৃষ্ণসাগর অধ্যুষিত দেশগুলোতে মজুত কমবে।
অন্যদিকে ভারতের পাম অয়েল আমদানি কমবে। এতে মালয়েশিয়ার তেলটির মূল্য বেড়ে যাবে।
জিজিএন রিসার্চের ব্যবস্থাপনা অংশীদার রাজেশ প্যাটেল বলেন, গত ডিসেম্বরে সূর্যমুখী তেলে ছাড় পাওয়া যায়। ফলে ভোজ্যতেলটি ভারতীয় ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের শুরুতে সূর্যমুখী তেলে প্রায় ১০০ ডলার ছাড় দেয় রাশিয়া ও ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। এতে বিশ্বের অন্যান্য দেশও আমদানি বাড়িয়েছে।