সিএমএম আদালতের ছাদ খসে দুদকের সহকারী পরিচালক আহত

সিএমএম আদালতের ছাদ খসে দুদকের সহকারী পরিচালক আহত
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পুরোনো ভবনে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা খসে পড়ে দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম আহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুদকের সহকারী পরিদর্শক মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সময় আমিনুল ও ২ জন আইনজীবী অফিসে ছিলেন। তবে তারা আহত হননি। আমরা এসে দেখি আমিনুল স্যারকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।

মাসুদ আরও বলেন, চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করছেন। ভবনটি পুরোনো হওয়ায় আমরা এখানে ঝুঁকি নিয়ে কাজ করি। আশা করব, কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published.