চাঁদপুরের মতলব উত্তরে কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১২ কোটি টাকা সমমূল্যের অবৈধ কারেন্ট জাল ও চাই জাল জব্দ করেছে। বুধবার দুপুরে আমিরাবাদ লঞ্চঘাট সংলগ্ন বাজারে বিশেষ অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক। তিনি জানান, অভিযানে ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা সমমূল্যের অবৈধ কারেন্ট জাল ও চাইজাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেন জানান, আমাদের অভিযান শেষে জব্দকৃত জাল ও চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।