রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ

সারাদেশে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ মঙ্গলবার বিকেলে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে এই সম্পীতির সমাবেশ করে।

রাজশাহী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পিন্টু প্রমুখ। সমাবেশে খায়রুজ্জামান লিটন বলেন, যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায়, তারা সেই ‘৭১ এর পরাজিত শক্তি, যারা গণহত্যা চালিয়েছিলো। এরা সেই মানুষ যারা ‘৭৫ সালে ছোট্ট রাসেলকে হত্যা করেছিল। এরা বাংলাদেশকে তালেবান বানাতে চায়। কিন্তু এই মূর্খরা জানে না আওয়ামী লীগ একটি চেতনার নাম। আওয়ামী লীগের একটি মানুষ বেঁচে থাকতে বাংলাদেশ তালেবান রাষ্ট্র বানানো যাবে না। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ করেনার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্ব অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এতে পাকিস্তানের হিংসা হয়। এদের অনুসারীরা ভাবছে, আবারও চোরা পথে ক্ষমতায় আসবে। জামাত-শিবির পেট্টোল ঢেলে আগুন দিয়ে মানুষ পোড়ায়। এই অপশক্তি থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রাখবেন। কোনো অপরিচিত মানুষ দেখলে বা সংঘবদ্ধ কোনো অপরাধ দেখলে ৯৯৯-এ ফোন করে জানাবেন। পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সাহেববাজার জিরোপয়েন্টে প্রতিবাদী মানববন্ধন করেছে। ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক লিয়াকত আলী, আজিজুল ইসলাম, বদরুল হাসান লিটন, সৌরভ হাবিব, আনিসুজ্জামান আনিস প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।