ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও ৩ গুণের বেশি ঋণ নিয়েছে সরকার

ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও ৩ গুণের বেশি ঋণ নিয়েছে সরকার

বাজেট বাস্তবায়নে বিদায়ী অর্থবছরে রীতিমতো টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে সরকার। অংকটা প্রথম ১০ মাসেই সোয়া এক লাখ কোটি টাকার বেশি। সবমিলিয়ে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও সরকার ঋণ নিয়েছে তিন গুণের বেশি। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে ভয়াবহভাবে বাড়বে মূল্যস্ফীতি।

দেশের সাফল্যের উদাহরণ হিসেবে প্রায়ই আলোচনায় আসে মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান। তবে এর বিপরীতে মাথাপিছু ঋণের পরিমাণ নিয়ে আলোচনা হয় না খুব একটা। সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক সমিতির এক পরিসংখ্যানে দেখানো হয়েছে, ইতোমধ্যে দেশের মাথাপিছু ঋণ ছাড়িয়েছে লাখ টাকা।

এই সূচক ক্রমবর্ধমান হারে বাড়লেও নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে না কোনো উদ্যোগ। বরং ঋণের বোঝা ভারী করছে সরকার। যার সব শেষ প্রমাণ, চলতি অর্থবছরের সরকারি ঋণ। চলতি অর্থবছরে বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ লক্ষ্যমাত্রা থাকলেও এই মধ্যে তা ছাড়িয়েছে, সাড়ে ৩ লাখ কোটি টাকা।

আরও শঙ্কা জাগানিয়া তথ্য মিলেছে, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান প্রতিবেদনে। ২০২২-২৩ অর্থবছরে নতুন টাকা ছাপিয়ে ঋণ হিসেবে সরকারকে দেয়া হয়েছে সোয়া লাখ কোটি টাকার বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *