শীতের সময়ে ঝাড়ুর ফুল কাটেন পাহাড়িরা। এরপর তাঁরা সেই ফুল রোদে এক দিন শুকিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। ব্যবসায়ীরা মাঠে কিংবা বড় কোনো খালি জায়গায় এক সপ্তাহ সেগুলো আবার শুকান। এরপর তা বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীদের কাছে। পাইকারিতে প্রতি আঁটি বিক্রি হয় ৪০–৫০ টাকা। সেখান থেকে খুচরা ব্যবসায়ীদের হাত হয়ে এই ঝাড়ু পৌঁছে যায় ঘরে ঘরে। ছবিগুলো সম্প্রতি খাগড়াছড়ি সদর ও দীঘিনালার বিভিন্ন এলাকা থেকে তোলা।
কাটার আগে দেখতে এমন রং হয় ঝাড়ু ফুলের ।
ঝাড়ু ফুল কেটে আনছেন একজন পাহাড়ি কৃষক ।
খোলা মাঠে ঝাড়ু ফুল শুকাতে ব্যস্ত একজন ।
পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে ঝাড়ু ফুল।
মাঠ থেকে শুকনা ফুল তুলছেন একজন ।
একটু খালি জায়গা পেলে সেখানে এই ফুল শুকাতে দেন তাঁরা ।
বিক্রির জন্য আঁটি করা হচ্ছে ঝাড়ু ফুল ।
ব্যবসায়ীদের হাত হয়ে বিক্রির জন্য চলে যাচ্ছে ব্যবহারকারীর কাছে।