রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা কাজিহাটা এলাকায় পূর্বের ইনডেক্স প্লাজা যাকে ভেঙে গড়ে উঠেছে HOTEL-X নামে আবাসিক হোটেল। এ হোটেলটির নাম নিয়ে শুরু থেকেই বিতর্ক থাকলেও গতকাল ২৮ অক্টোবর রাতে বারবিকিউ ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর নামে যে অশ্লীল নৃত্য পরিবেশন হয়েছে তাতে হোটেলটির নামের পূর্ণতা পেয়েছে। আর সেই অশ্লীল নৃত্য নিয়ে সমালোচনা হচ্ছে রাজশাহী জুড়ে। সমালোচকেরা মনে করছেন রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এর অক্লান্ত পরিশ্রমে শিক্ষা নগরী খ্যাত রাজশাহীকে সারাদেশে এখন অনেকভাবে বিশেষায়িত করা হয়। যার মধ্যে রয়েছে- সিল্কের নগরী, আমের নগরী, সবুজের নগরী ও বিশুদ্ধ বাতাসের নগরী। আর অনেকভাবে বিশেষায়িত রাজশাহী মহানগরীর সৌন্দর্য ক্রমশই বাড়ছে। উন্নত সড়ক ও আধুনিক বাতির পর পদ্মাপাড়ের সৌন্দর্যে সুনামে ভাসছে রাজশাহী। আর এ রাজশাহী মহানগরীর সুনাম ক্ষুন্ন করতে চলেছে সদ্য নির্মিত এই আবাসিক হোটেল HOTEL-X।
তারা বলেন, গত ২৮ অক্টোবর হেটেলটির এমন নোংরা নৃত্য পরিবেশনে আমরা হতভম্ব। রাজশাহীর মত যায়গায় এতোগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতেও কি করে এমন নোংরা নৃত্য পরিবেশন হলো? কাদের ক্ষমতায় রাজশাহীর নাম বদনাম করছে তারা? অতি বিলম্বে HOTEL-X কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন তারা।