শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ, মেসে থাকা রাবি শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরির নির্দেশ

শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ, মেসে থাকা রাবি শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরির নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিনোদপুরে মেস মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মেসে শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরির কথাও বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং বিনোদপুরের ১৫ জন মেস মালিক। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

তিনি বলেন, ‘বিনোদপুরের মেস মালিকদেরকে সঙ্গে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা যারা বাইরের মেসে অবস্থান করছেন স্থানীয়দের দ্বারা যেন তাদের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে বলা হয়েছে। তাদের খোঁজ রাখতে বলা হয়েছে।

প্রদীপ কুমার পাণ্ডে আরও বলেন, ‘আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। মেসে থাকা শিক্ষার্থীদের দুটো ডাটাবেজ করতে বলা হয়েছে। একটি মেস মালিকদের কাছে রাখবে অপরটি প্রক্টর অফিসে জমা দেবে। ফলে আমরা সহজেই শিক্ষার্থীদের খুঁজে বের করতে পারবো। এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও দেখাতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।

১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এদিকে যারা মেসে অবস্থান করছে তাদের নিয়ে আশঙ্কায় আছে প্রশাসন। ফলে মেস মালিকদের নিয়ে এ আলোচনা সভা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *