শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যায় জড়িত দুর্বৃত্তদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে নিহত বুলবুল হত্যার ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাজীকালুর টিলার পাশে দুষ্কৃতিকারী কর্তৃক ছুরিকাহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গতকালও পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, আমরা আশেপাশের এলাকায় খবর নিয়েছি। আমরা জোর দিচ্ছি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের উপর। ঘটনাটি ছিনতাই হতে পারে আবার পূর্বপরিকল্পিতও হতে পারে। আমরা এখন পর্যন্ত সেটি নিশ্চিত না। আমরা তদন্ত করছি, তদন্ত করে যারা জড়িত আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে গতরাত শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
‘শাবি শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে’
