ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১০ জুন)। এতে বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে দুই হাজার ৮৯৬ জন শিক্ষার্থী।
বুধবার (৮ জুন) বিকেলে শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার শাবিপ্রবি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৮৯৬ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনসহ আইআইসিটি ভবন ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এ সাতটি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে এ পরীক্ষা সম্পন্ন হবে বলে মনে করি। বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে গত ৩ জুন ‘গ’ ইউনিটের ও ৪ জুন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১১ জুন (শনিবার) ‘ঘ’ ইউনিটে এক হাজার ১৬৭ জন এবং ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।