পুরান ঢাকার লালবাগ কেল্লার ভেতর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কেল্লার ভেতরের মসজিদের পেছনের আগুনের লেলিহান শিখা দেখা যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অপারেটর ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে লালবাগের একটি ইউনিট সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে জানা যায়, কেল্লার ভেতরের মসজিদের পেছনে পরিত্যক্ত ময়লা থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান।