ম্যানচেস্টার ইউনাইটেড, ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার সাত নাম্বার জার্সি—এই তিনের সম্মিলন যে খেলাধুলার বাজারকে নাড়িয়ে দিবে, তা অনুমিতই ছিল। হলোও তাই! এরইমধ্যে রেকর্ড পরিমাণে রোনালদোর সাত নাম্বার জার্সি বিক্রি করেছে ইউনাইটেড।
মাঠে নামতে এখনো বেশ কিছু দিন বাকি। ক্রিস্টিয়ানো রোনালদো তার আগেই রেকর্ড গড়ে ফেললেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিক্রি শুরুর প্রথম ১২ ঘণ্টায় প্রায় ৩.২৫ কোটি পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩৮৩ কোটি টাকা) জার্সি বিক্রি হয়েছে। এই সময়সীমার মধ্যে আর কোনো প্রিমিয়ার লিগ খেলোয়াড়ের জার্সিই এই পরিমাণে বিক্রিত হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো সাত নম্বর জার্সি পরবেন। এই খবর ঘোষণা হওয়ার পর সেই জার্সির রেপ্লিকা বিক্রি শুরু হয়ে যায়। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশের জার্সি বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর সাত নম্বর জার্সি বিক্রি। এদিকে, ভক্তদের অতিরিক্ত চাহিদার মুখে রোনালদোর জার্সি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে ইউনাইটেড এবং তাদের জার্সি প্রস্তুতকারী অ্যাডিডাস। সিআরসেভেন ভক্তদের মতে জার্সি বিক্রি করেই রোনালদোর পেছনে খরচ হওয়া টাকা তুলে নিতে পারবে ম্যানইউ। তবে সেটা এখনই সম্ভব নয়। রেড ডেভিলসদের জার্সি প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে চুক্তি অনুযায়ী, জার্সি বিক্রির মাত্র ১০ শতাংশ পাবে ক্লাব। শুধু জার্সি বিক্রি নয়, রোনালদোর ম্যানচেস্টারে ফেরার ফলে দলের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে বলেই মনে করা হচ্ছে।