রাসিকের ১ হাজার ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

রাসিকের ১ হাজার ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

আয় ও ব্যয় সমান রেখে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ বাজেট ঘোষণা করেন।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছিল ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সা। রাজশাহী সিটি করপোরেশনের ৭ম পরিষদের ১ম বাজেটে চলতি অর্থবছরে আয়-ব্যায় সমপরিমাণ ধরা হয়েছে।

বাজেট ঘোষণাকালে মেয়র লিটন বলেন, এবারের বাজেটে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আয় বৃদ্ধি ও ব্যায়ের খাতগুলোতে সমপরিমান অর্থ বরাদ্দ করা হয়েছে।

এবারের প্রস্তাবিত বাজেট উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন কোনো বর্ধিত কর আরোপ করা হয়নি। বাজেটে শহরের অভ্যন্তরে অবকাঠামোগত উন্নয়ন , সড়ক সম্প্রসারণ ও স্থানীয় আয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি কলকারখানা, স্বাস্থ্য, শিক্ষা,পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মসংস্থান উন্নয়নে বাজেটে গুরুত্বারোপ করা হয়েছে। নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বাজেটে ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধে মশা নিধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের বাজেট প্রনয়ন ও প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, বাজেট প্রনয়ন কমিটির আহ্বায়ক ২১ নং ওর্য়াড কাউন্সিল নিযাম উল আযীম, সদস্য ও ১২নং ওর্য়াড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, সদস্য ও ২নং ওর্য়াড কাউন্সিলর নজরুল ইসলামসহ এ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।