রাজশাহী মেডিকেলে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত

রাজশাহী মেডিকেলে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন ওই রোগীর নাম ফরিদা (২৫)। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই তরুণীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন আগে ফরিদাসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েকদিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। কয়েকদিন আগে তিনি মারা যান।

এদিকে, গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কের প্রদাহ নিয়ে ফরিদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়।

এদিকে ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিতে তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রামেক হাসপাতালের নিপাহ ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি আছেন তাদের নমুনা পরীক্ষারও কাজ চলছে।

চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। শীতের শেষেও তাই নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়টি নিয়ে সতর্ক আছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। দফতর থেকে খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.