দুর্নীতির প্রতিবাদে রাজশাহী জেলা শ্রমিকের সংবাদ সম্মেলন

দুর্নীতির প্রতিবাদে রাজশাহী জেলা শ্রমিকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিরুদ্ধে সংবাদ সমেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বিকাল ৪ টার দিকে নগরীর এক রোস্তরার সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য ও রাজশাহী বিভগীয় আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জনি।

জহুরুল ইসলাম জনি বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা শ্রমিকদের সুবিধাবঞ্চিত করছে। বেতন ভাতা না দেয়া, আয়ের টাকা কোষাগারে জমা না হওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চলছে এখানে।

তিনি বলেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ দেখে না। আমি কোষাধ্যক্ষ হয়ে নিরবে পাপের বোঝা বয়ে বেড়াচ্ছি।

হাজার হাজার শ্রমিকদের টাকা আত্মসাৎ করে জীবন ও জীবিকা নিয়ে খেলায় মেতেছে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলেও অভিযোগ করেন তিনি।