রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর তালাইমারিতে এলাকার পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত এই পরিচ্ছন্ন কার্যক্রম করা শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
ভারতজুড়ে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন পরিষ্কার অভিযান পালন করে এবং সারাবিশ্বে ভারতীয় দূতাবাসগুলোতে ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি ১ম শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির রাজঘাটে ২০১৪ সালের ২ অক্টোবর তারিখে এই প্রচারাভিযানটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও আজ পরিষ্কার অভিযান পরিচালনা করে দেশটির ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়।