রাজধানীতে শিবিরের শোডাউন

রাজধানীতে শিবিরের শোডাউন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।

মিছিলোত্তর সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যারাই এ অবৈধ সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছে। এমন অন্যায় জনগণ আর সহ্য করবে না।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, দায়িত্বশীল আচরণ করুন। এখনও সময় আছে জনগণের পক্ষে আসুন। অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে মুক্তি দিতে হবে। রাজবন্দি আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। একই সাথে ছাত্রশিবিরের ৭ দফা মেনে নিতে হবে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।