রমজান মাসে তেল, চিনিসহ ৮ পণ্যের আমদানি সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

রমজান মাসে তেল, চিনিসহ ৮ পণ্যের আমদানি সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুরসহ ৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্রের মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের।

চলতি বছরের এপ্রিল থেকে চলা মূল্যস্ফীতি মোকাবিলা, ডলারের বাজার স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে পণ্য আমদানিতে লাগাম টানে নিয়ন্ত্রক সংস্থা। একের পর এক নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় আমদানি ব্যয় কমাতে বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি বেশ কয়েক মাস ধরে। তবে, নিত্যপণ্য, ঔষধ, জ্বালানিসহ জরুরী পণ্য আমদানির বিপরীতে এলসির নগদ মার্জিন হার ন্যূনতম ২৫ শতাংশ সংরক্ষণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

তবে রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ নিশ্চিতে চাহিদা বেশি রয়েছে এমন ৮টি খাদ্যপণ্য আমদানির শর্ত সহজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর আমদানির ঋণপত্র খোলায় মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিত্যপণ্যও যাতে অতিরিক্ত আমদানি না হয় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি বাজারে শক্ত তদারকি দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়া আমদানির আড়ালে মুদ্রাপাচার রোধে কঠোর পদক্ষেপের তাগিদ তাদের।

নতুন নির্দেশনা দ্রুত কার্যকরের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।