রংপুরের কাউনিয়ায় সানজিদা আক্তার ইভা হত্যার নেপথ্যে ছিল প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ। আট মাস আগে প্রেমে বিচ্ছেদ ঘটানোর পর মানসিকভাবে ভেঙে পড়েন প্রেমিক নাহেদুল ইসলাম সায়েম। এরই জের ধরে মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে ধারালো চাকু দিয়ে ইভাকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। বুধবার (১৭ আগস্ট) ভোরে তাকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সায়েম। এ ঘটনায় সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
সায়েম রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তাশুক উপাশু গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুর হোসেনের ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।