যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বন্ধ হয়ে গেছে টুইটার। বুধবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। খবর এনগ্যাজেটের।
বিশ্বের বিভিন্ন জায়গায় হঠাৎ করেই ডাউন হয়ে যায় টুইটার। এতে সমস্যায় পড়েন কোটি কোটি ব্যবহারকারী। তাদের অভিযোগ, নতুন টুইট করতে গেলেই দেখা দিচ্ছে সমস্যা। এছাড়া টুইটারের ব্যবহার কমানোর ফোনে বার্তা আসছে। তাই তারা নির্দিষ্ট সময় পর আর টুইট করতে পারছেন না। এতে কাজেও ব্যাঘাত ঘটছে।
তবে, যান্ত্রিক ত্রুটির কারণেই এমন সমস্যা হচ্ছে বলে মনে করছে টুইটার কর্তৃপক্ষ। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি টুইটারে দীর্ঘ ফিচার বাড়ানো হবে বলেও জানিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই কর্মী ছাঁটাই, টুইটার ব্যবহারে সীমাবদ্ধতার জন্যই পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।