ময়মনসিংহে জনসভায় শেখ হাসিনা

ময়মনসিংহে জনসভায় শেখ হাসিনা

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে জনসভায় পৌঁছান তিনি।

এ সময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। প্রধানমন্ত্রী পৌঁছানোর সঙ্গে সঙ্গে শ্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান। দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সার্কিট হাউস ময়দানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে যান ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে সাজসাজ রব বইছে নগরের প্রতিটি এলাকায়। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শত শত ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা নগর। সবমিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষদের মাঝেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *