মিরসরাইয়ে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

মিরসরাইয়ে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

বিএনপির ডাকে টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে চট্টগ্রামের মিরসরাইয়ে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (১৯ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীরা এ ঝটিকা মশাল মিছিল বের করে। তবে তারা মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, অবৈধ তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনে মিরসরাইয়ে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। দাবি না মানা পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে বিএনপির ডাকে হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।