মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিভিন্ন বিষয় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হবে আগামী ১০ এপ্রিল। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মনে করেন, ‘উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বুধবার (৫ এপ্রিল) স্থানীয় এক হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলবো, আমরা ভাগ্যবান। কারণ আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী খুব একটা দাওয়াত দেন না, আমরা পরপর তিনবার পেলাম। আমাদের উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা যথেষ্ঠ গুরুত্ব দিচ্ছে।
আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ: পররাষ্ট্রমন্ত্রী
