বরখাস্ত হওয়া মুমিন সিরাজী শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, এসআই মুমিন সিরাজী কয়েকদিন আগে ছুটিতে গিয়েছিলেন। ময়মনসিংহে তার মাদক বহনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, এসআই মুমিন সিরাজী ছুটি নিয়ে ময়মনসিংহে অবস্থান করছিলেন। সেখানে কয়েকদিন আগে ফেনসিডিল ও গাঁজাসহ আটক হয়েছিলেন। তাই মাদক পরিবহনের অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।