আজ ২৮ অক্টোবর! মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এখন পর্যন্ত অনুমতি না পেলেও সমাবেশ স্থলে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা।
ডিএমপি ও জামায়াতের একাধিক সূত্র থেকে জানায়ায়, সংঘাত এড়াতে কয়েকটি শর্তে মৌখিক একটি অনুমতি দেওয়া হয়েছে।
এরপরই মহাসমাবেশ স্থলে নেতাকর্মীদের আসার নির্দেশ দিয়েছে দলটি।
এদিকে মতিঝিল এলাকায় মাইক লাগাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। আরাম এলাকায় ইতোমধ্যে উপস্থিত হয়েছে কয়েক হাজার নেতাকর্মী।
জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে এই মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মী উপস্থিত থাকবে। যার জন্য নির্দেশনা ও দেওয়া হয়েছে ঢাকাসহ সারাদেশে। ঢাকার দুই মহানগর থেকেই ২ লাখ নেতাকর্মী সমাবেশস্থলে আনার টার্গেট করা হয়েছে।
শাপলা চত্বর থেকে একদিকে দৈনিক ইত্তেফাক মোড়, মতিঝিল সিটি সেন্টার, অপরদিকে ফকিরাপুল পর্যন্ত জায়গাজুড়ে মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন জামায়াত নেতা ইমন।
কোন প্রকার বাধা ছাড়াই আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন সকলকে ধৈর্যের সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।