কোথাও ভ্রমণে যাওয়া মানেই হাজারটা খরচের হিসাব। তবে মজার ব্যাপার হচ্ছে, তাইওয়ানে ভ্রমণে গেলে উল্টো আপনাকেই দেওয়া হবে নগদ টাকা! পর্যটক আকর্ষণ করতে ব্যতিক্রমী এই ঘোষণা দিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসলে। এছাড়া দল নিয়ে তাইওয়ান ভ্রমণে গেলেও পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে।
কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন। অথচ ওই দেশের অর্থনীতির বড়সড় অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই পর্যটকদের উৎসাহ দিতেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে তাইওয়ান সরকার। দ্বীপটির সরকারপ্রধান চেন চিয়েন-জেন জানান, এই বছর পর্যটনের উপরে অনেক বেশি মন দিচ্ছে সরকার। চলতি বছর তাইওয়ানে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যটকের সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্য আছে।
তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। মোট পাঁচ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেওয়া হবে। এছাড়া দল নিয়ে অর্থাৎ কয়েকজন মিলে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটিকে ২০ হাজার করে তাইওয়ানি ডলার নগদে দেওয়া হবে।