ভারত -বাংলাদেশ সীমান্তে মদ-মোবাইলসহ গ্রেফতার ৩

ভারত -বাংলাদেশ সীমান্তে মদ-মোবাইলসহ গ্রেফতার ৩

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে মদ এবং মোবাইলসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

মঙ্গলবার রাতে নিমতিতা রাজবাড়ী সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম সত্যজিৎ সরকার, ইব্রাহিম শেখ এবং প্রভাত দাস। তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানা এলাকায়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মদ, দুটি মোবাইল ও ২৪ হাজার ১৬০ টাকা বাজেয়াপ্ত করা হয়। তাদের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ এবং বিএসএফ। বুধবার তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তিনজনকেই জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়েছে।