দেশের বিদ্যমান টিভি সংযোগ প্রযুক্তির মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছবি, পরিচ্ছন্ন শব্দ ও ঝামেলাহীন সেবা দিচ্ছে আকাশ। আবুল খায়ের আরও জানান, দেশের যে কোনো অঞ্চলে উচ্চমানের সেবা সহজে দিচ্ছে আকাশ। আমাদের দর্শন, লক্ষ্য ও অর্জনের সঙ্গে একাত্মতা পোষণ করেই মাহমুদউল্লাহ ও মুশফিক আমাদের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন।
দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করে মাহমুদউল্লাহ বলেন, ধারাবাহিকভাবে ভালো খেলা যেমন একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে সব এলাকার দর্শকদের জন্য সমানভাবে উচ্চমানের টিভি দেখার অভিজ্ঞতা দেওয়াটাও খুবই দরকার। আকাশ গ্রাহকরা সেই ভালো অভিজ্ঞতা পাচ্ছেন। এটা জেনে আমি বেশ আনন্দিত।
মুশফিক বলেন, দেশে টিভি সংযোগ সেবাগুলোর মধ্যে গুণে ও মানে আকাশই সেরা। ছবির মান এবং শব্দ যত পরিচ্ছন্ন হবে, খেলাটা তত বেশি উপভোগ্য হয়ে উঠবে দর্শকদের জন্য। আকাশ এক্ষেত্রেই অপ্রতিদ্বন্দ্বী। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। পরে নিজেদের ফেসবুক পেজেই আকাশের সঙ্গে চুক্তির ব্যাপারটি জানিয়েছেন দুই ক্রিকেটার। মুশফিক বলেন, দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সার্ভিস আকাশের সাথে পার্টনারশিপে শুরু হলো আমার নতুন ইনিংস। শুধুমাত্র আকাশে পাবেন টিভি দেখার ট্রু এইচডি এক্সপেরিয়েন্স। আজই চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। রিয়াদও প্রায় একই ধরনের কথা বলেন ফেসবুক পোস্টে।